রূপগঞ্জ প্রতিনিধি:
রূপগঞ্জের গন্ধর্বপুর এলাকার তালতলার সামাজিক কবরস্থান ভেঙ্গে দেয় ওয়াসার ঠিকাদারি প্রতিষ্ঠা। এর প্রতিবাদে লাঠি মিছিল করে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে এলাকার কবরস্থানটি ভেঙ্গে দেওয়ার চেষ্টা করে ওয়াসার ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রতিবাদে এলাকাবাসী লাঠি মিছিল বের করে।
জানা যায় ঢাকাবাসীকে পানি সরবরাহের জন্য আধুনিক মানের ওয়াটার ট্রিটমেন্ট প্লান করার জন্য ১৯৮৮ সালে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ গন্ধর্বপুর এলাকার চড়টি অধিগ্রহণ করেন।
অন্যদিকে এলাকাবাসী বলছেন তারা ১৯৮০ সাল থেকে ওয়াকফ সম্পত্তি হিসেবে কবর দিয়ে আসছেন।
ওয়াসা কর্তৃপক্ষ জানান, তাদের প্লান অনুযায়ী কাজ করতে হলে এ জায়গার প্রয়োজন। তারা আরো বলেন, ‘আমরা অন্যত্র কবরস্থান করে দিচ্ছি।’
এদিকে এলাকাবাসী বলছেন, ‘এখানে আমাদের বাপ-দাদাদের কবর দেওয়া হয়েছে। আমরা কোনভাবেই এ কবরস্থান ভাংতে দিব না।’